গাজীপুর মেট্রোপলিটন স্কুলে রং পেন্সিলে নদীর কান্না

Slider কৃষি, পরিবেশ ও প্রকৃতি গ্রাম বাংলা নারী ও শিশু শিক্ষা

sk-01

সভ্যতার সৃষ্টি নদী থেকে। সংস্কৃতি আর কৃষ্টির সৃষ্টিও নদী থেকে। নদী ছাড়া প্রাণের অস্থিত্ব কল্পনা করা প্রায় অসম্ভব। আর এ অস্থিত্বের নদীকে বাঁচাতে সচেতনতার বিকল্প নেই। শিশু কিশোরদের মধ্যে নদী বিষয়ক জাগরন তৈরীতে গাজীপুর মেট্রোপলিটন স্কুলের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হলো নদী বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা-এসো নদীর ছবি আঁিক।

এতে শিশু-কিশোর আঁকিয়েরা ফুটিয়ে তুললো নদীর কান্না আর নান্দনিকতা। উক্ত আয়োজনে শুভেচ্ছা বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্বর্ণ-কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের বর্ষসেরা স্বর্ণ-কিশোরী শাহজিয়া শাহরিন আণিকা। এতে পাঁচ শতাধিক শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন।

২৯ ফেব্রুয়ারী সিটি কর্পোরেশন এলাকার জামান গার্ডেনে অনুষ্ঠিত এ আলোচনায় অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ নদী পরিব্রাজক দলের সভাপতি মনির হোসেন, ধলাদিয়া ডিগ্রী কলেজের সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ মোশাররফ হোসেন, বাংলাদেশ নদী পরিব্রাজক দলের যুগ্ম সম্পাদক প্রকৌশলী জেমাম আহমেদ, অর্থ সম্পাদক মাহবুবাু সুলতানা, গাজীপুর মেট্রেপিলিটান স্কুলের প্রধান শিক্ষক আলহাজ্ব শফিউদ্দিন মোল্লা, সমন্বয়কারী নিগার সুলতানা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *