শারিম সরকার
ব্যুারো চীফ
গ্রাম বাংলা নিউজ২৪.কম
শ্রীপুর অফিস: উপজেলার গোসিংগা গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বুধবার দুপুরে দুবৃত্তরা সৌদি প্রবাসী শরিফের বসত ভিটায় হামলা করে নগদ টাকা, স্বর্নালংকারসহ প্রায় মালামাল লুটে নিয়ে গেছে। এসময় বাধা দিতে এসে প্রতিপক্ষের হামলায় আহত হয় আঃ মোতালিব, স্ত্রী রাহিমা খাতুন ও ছুটিতে আসা প্রবাসী শরিফ হোসেন।
জানা যায়, গোসিঙ্গা গ্রামের প্রবাসী শরিফের পিতা মোতালেব খান শ্রীপুর-কাপাসিয়া সড়ক সংলগ্ন এক খন্ড জমি বছর খানেক আগে কিনে। জমিটি প্রবাসী শরিফ দেশে এলে তাদের বাড়িতে যাতাোতের জন্য রাস্তা ও একটি মসজিদের নামে রেজেস্ট্রি করার সিদ্ধান্ত হয়।
সম্প্রতি শরিফ দেশে এসে জমি রেজিস্ট্রির কথা বললে লেহাজ উদ্দিন বিভিন্ন তালবাহানা করে। এরই জের ধরে বুধবার দুপুরে কয়েক দুবৃত্ত নিয়ে লেহাজ উদ্দিন শরিফের বাড়ি যাতায়তের রাস্তাটি কেটে ফেলে এবং তার বসত ভিটায় হামলা চালায়।
হামলাকারীরা বসত ঘরের মালামাল ভাংচুর করে নগদ ১ লাখ ৪৫ হাজার টাকা ও ৬৫ হাজার টাকা মূল্যের স্বর্নালংকার ছিনিয়ে নেয়। তাদের হামলায় ৩ জন আহত হয়। এ ব্যাপারে আঃ মোতালেব বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছে।