ঢাকা : বিএনপির চেয়ারম্যান ও সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন দলের নির্বাচন পরিচালনা কমিশন।
সোমবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কমিশনের চেয়ারম্যান দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার এ তফসিল ঘোষণা করেন।
তফসিল অনুযায়ী আগামী ১৯ মার্চ এ দুই পদের নির্বাচন অনুষ্ঠিত হবে। চেয়ারম্যান ও সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীর বসয় কমপক্ষে তিত্র বছর ও দলের চাঁদাদাতা সদস্য হতে হবে।