কলকাতায় ‘ছুঁয়ে দিলেন মন’র প্রদর্শন নিয়ে ক্ষুব্ধ শুভ

বিনোদন ও মিডিয়া

 

2016_02_28_18_51_53_8TPsZBYsw0LXZGMuNCSZRHgvacEgd8_original

 

 

 

 

ঢাকা: প্রচারণার অভাবে কলকাতায় ‘ছুঁয়ে দিলে মন’ চলচ্চিত্রের দর্শক নেই। দেশে সুপারহিট চলচ্চিত্রটি সম্প্রতি সার্কভুক্ত দেশগুলোর মধ্যকার পণ্য আমদানি-রফতানি চুক্তি-২০১২ ‘সাফটা’র আওতায় ২৬ ফেব্রুয়ারি থেকে পশ্চিমবঙ্গের ১১টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়।

 

পিয়ালি ফিল্মস এর পরিবেশনায় চলচ্চিত্রটি কলকাতার বিভিন্ন হলে প্রদর্শিত হলে অভিযোগ এসেছে পর্যাপ্ত প্রচারণাই চালানো হয়নি ছবিটির পক্ষে। সোমবার কলকাতায় চলচ্চিত্রটির কলকাতা প্রদর্শন উপলক্ষ্যে সেখানকার একটি সিনেমা হলে গিয়ে এমন অভিযোগ জানিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন স্বয়ং ছবিটির হিরো আরিফিন শুভ। ফেসবুকে এ ব্যাপারে এক প্রতিক্রিয়ায় শুভ বলেন, ঢাকা থেকে কলকাতা এসেছি সিনেমাটা এখানে কেমন চলছে দেখার জন্য। সবমিলে ১০জন দর্শক দেখছে চলচ্চিত্রটি। নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। যদি তারা সিনেমাটাকে প্রোমোট করতে না চায় তাহলে কেন তারা এর প্রদর্শন করছে? কেন?

উল্লেখ্য, ২০১৫ সালের ১০ এপ্রিল মুক্তি পায় আরিফিন শুভ ও মম অভিনীত এ ছবিটি। এশিয়াটিক ধ্বনিচিত্র লিমিটেড ও মনফড়িংয়ের প্রযোজনায় এতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, সুষমা সরকার, আলীরাজ প্রমুখ।v

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *