মীর মোঃ ফারুক
স্পেশাল করেসপন্ডেন্ট
গ্রাম বাংলা নিউজ২৪.কম
কালিয়াকৈর থেকে: মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী এ্যাডভোকেট আ.ক.ম মোজাম্মেল হক এমপি বলেছেন, দেশের বিভিন্ন এলাকায় অসংখ্য পরিবার তিতাসের অবৈধ সংযোগ গ্রহন করেছেন। তিতাস গ্যাসের কর্মকর্তারা ভ্রাম্যমান আদালত বা বিভিন্ন উপায়ে সংযোগ বিচ্ছিন্ন করলেও এক/দু’দিন পর আবারো সেই সংযোগ লাগানো হচ্ছে। এতে বিপুল পরিমান গ্যাসের অপচয় হচ্ছে। পাশাপাশি সরকারও রাজস্ব বঞ্চিত হচ্ছে। তাই অপচয় রোধে ইতোমধ্যে যে সকল গ্রাহক অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়েছেন তাদের সংযোগকে বৈধ করে রাজস্বের আওতায় আনা উচিৎ।
তিনি আরো বলেন, এ্যবাপারে ব্যবস্থা গ্রহনের জন্য মন্ত্রীপরিষদসহ সংশ্লিষ্ট সকলকে আহবান জানান। মন্ত্রী বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় নাছরিন কমপ্লেক্সের ৩য় তলায় তিতাস গ্যাস টি এন্ড ডি কোম্পানীর চন্দ্রা জোনাল অফিস উদ্বোধন কালে এসব কথা বলেন।
মন্ত্রী বিএনপি’র চেয়ারপার্সনকে উদ্দেশ্য করে বলেন, নির্বাচনে অংশ গ্রহন না করে ভূল করেছেন আপনি, জনগণ তার খেরাসরত দিবে না। অতএব জনগণকে ভূল আন্দোলনে ডাক দিয়ে কোন লাভ নেই। জনগন তাতে সারা দেবে না। দেশে হত্যা, নৈরাজ্য ও ধ্বংসাতœক কোন আন্দোলনের সুযোগ দেয়া হবে না। তবে শান্তিপুর্ণ মিছিল মিটিং হতে পারে। যদি মহাসড়কে গাড়ী পোড়ানো এবং নিরীহ মানুষ হত্যার জন্য আন্দোলনে আসেন তাহলে তার কোন সুযোগ নেই। জনগনই তার জবাব দিয়ে দেবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, পেট্টোবাংলার চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ হোসেন মনসুর, কালিয়াকৈর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রেজাউল করিম রাসেল, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, চন্দ্রা জোনাল অফিসের নির্বাহী প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম প্রমুখ।