ভারতের মহারাষ্ট্রে নিজের পরিবারের ১৪ জনকে হত্যা করার পর ওই হত্যাকারীও আত্মহত্যা করেছেন বলে জানা যাচ্ছে।
রোববার ভোরে থানে জেলার কাসরভাদাবলি গ্রামের এক বাড়িতে এই ১৫ জনের মরদেহ উদ্ধার করে পুলিশ।
একজন মহিলাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হত্যাকাণ্ডের শিকার ১৪ জনের মধ্যে সাতজনই শিশু। বাকী ছয়জন নারী ও একজন পুরুষ।
যাকে হত্যাকারী বলে সন্দেহ করা হচ্ছে, তার নাম হাসান আনওয়ার ওয়ারেকর, তার বয়স ৩৫।
পুলিশ ধারণা করছে সবাইকে অচেতন করে গলা কেটে হত্যা করা হয়েছে। এরপর হত্যাকারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
পুলিশ বলছে, প্রাথমিকভাবে মনে হচ্ছে পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। তবে তদন্তের পর আসল কারণ জানা যাবে বলছে পুলিশ।