৫০০ নারীর শয্যাসঙ্গী এক পুরুষ

Slider জাতীয় টপ নিউজ সারাবিশ্ব

3445_Tony-Blackburn

 

টনি ব্লাকবার্ন স্বীকার করেছেন তিনি ৫ শতাধিক নারীর সঙ্গ ভোগ করেছেন। তবে তিনি নিজেকে যৌন নিপীড়ক হিসেবে স্বীকার করেন না। তার মতে, এসব সম্পর্ক তিনি গড়েছিলেন পারস্পরিক আস্থার ভিত্তিতে। জিমি সেভিলে কেলেংকারির তদন্তে যখন তার বিরুদ্ধে অসংখ্য নারীর দেহ ভোগ করার অভিযোগ উত্থাপিত হয়েছে তখন তাকে বরখাস্ত করেছে বিবিসি। তিনি বিবিসির সাবেক ডিজে। এ ঘটনা ফাঁস হওয়ার পর তিনি বলছেন, সম্ভবত আমি ৫০০ নারীর সঙ্গে শয্যাভোগ করেছি। এতে আমি গর্বিত বোধ করছি না। কিন্তু এসব নারীর সঙ্গে আমার যে শারীরিক সম্পর্ক গড়ে উঠেছিল তা ছিল পরস্পরের সম্মতির ভিত্তিতে। কারো সঙ্গেই অযৌক্তিক কোন সম্পর্ক গড়ি নি। কারো গা স্পর্শ করি নি তার সম্মতির বাইরে। যখন এসব ঘটনা ঘটেছে তখন আমি ছিলাম একা। এটা আমার কাছে তখন খুব মজার ছিল। তবে আমি অন্যায় কিছু করি নি। অভিযোগ আছে ১৯৭১ সালে তার প্রতি অনুরক্ত হয়ে পড়েন টিনেজ ড্যান্সার ক্লেয়ার ম্যাকআলপিন। এ নিয়ে তাকে কেউ কখনো জিজ্ঞাসাবাদ করে নি। গোপন মেমোতে দেখা গেছে, বিবিসির সাবেক এই ডিজে ওই টিনেজ মেয়ের সঙ্গে দু’বার গোপনে আলাপ করেছেন। তবে এসব অভিযোগের যথাযথ তদন্ত দাবি করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *