ইয়েমেনে বিমান হামলা নিহত ৪০

Slider সারাবিশ্ব
1456637163
ইয়েমেনের রাজধানী সানার উত্তরপূর্বাংঞ্চলের একটি বাজারে বিমান হামলায় কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। স্থানীয় বাসিন্দাদের দাবি সৌদি জোট এই হামলা চালিয়েছে।

বার্তা সংস্থা রয়েটার্সের উদ্ধৃতি দিয়ে খবরে বলা হয়, স্থানীয় সময় শনিবারের ওই বিমান হামলায় ৪০ জন নিহতের পাশাপাশি আরও ৩০ জন আহত হয়েছেন। হতাহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

সাম্প্রতিক সময়ে আরব জোটের দেশগুলো সাবেক রাষ্ট্রপতি আলি আবদুল্লাহ সালেহের অনুগত হাইথি বাহিনীর সাথে নিয়মিতই লড়াই চালিয়ে আসছে।

জাতিসংঘের হিসাব মতে, চলমান যুদ্ধে এখন পর্যন্ত দেশটিতে অন্তত ৬ হাজার মানুষ নিহত এবং কয়েক হাজার মানুষ আশ্রয়হীন হয়েছেন।

বিদ্রোহীদের দমন করতে সৌদি আরবের নেতৃত্বে গত বছরের মার্চ থেকে হামলা শুরু হয় ইয়েমেনের বিভিন্ন অঞ্চলে। অপরদিকে বিদ্রোহীদের পক্ষে রয়েছে ইরান।

দেশ দুটির মধ্যে দ্বন্দ্বের কারণে ইয়েমেনের বেসামরিক নাগরিকদের ওপর এই বিমান হামলা বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ মানবাধিকার সংস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *