ঢাকা: ভারতের মহারাষ্ট্রে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে সাত শিশুসহ একই পরিবারের ১৪ জনকে হত্যা করেছে ওই পরিবারেরই এক সদস্য। ১৪ জনকে হত্যার পর হত্যাকারী নিজেও আত্মহত্যা করেছে।
রোববার (২৮ ফেব্রুয়ারি) সকালে মহারাষ্ট্রের তানে জেলার একটি বাড়িতে এ বর্বর হত্যাকাণ্ড ঘটে। নিহত ১৪ জনের মধ্যে সাত শিশু ছাড়াও ছয় নারী ছিলেন।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম জানায়, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে পরিবারের একে একে ১৪ জনকে গলাকেটে হত্যা করে ওই আত্মঘাতী। তবে, আঘাত পেলেও বেঁচে গেছেন এক নারী।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ১৪ জনের নিথর মরদেহ উদ্ধার করে। সেসময় হত্যাকারীর ঝুলন্ত মরদেহও উদ্ধার করা হয়।