শ্রীপুরে জুট ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষ হামলা ভাংচুর গুলিবিদ্ধ সহ আহত ১৫

গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ ফুলজান বিবির বাংলা সারাদেশ

Gazipur_

স্টাফ করেসপন্ডেন্ট,
শ্রীপুর অফিস : গাজীপুরের শ্রীপুরে একটি গার্মেন্টেসের জুট ব্যবসাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। সংঘর্ষে স্থানীয় কাউন্সিলর মজিবুর রহমান গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। আহতদের শ্রীপুর উপজেলা হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টার সময় পৌর এলাকার গড়গড়িয়া নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, স্থানীয় ৮নং ওয়ার্ড কাউন্সিলর মুজিবুর রহমান কারখানা প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ ১৩ বছর যাবৎ ডিগনিটি টেক্সটাইল লিমিটেড কারখানায় জুট মালামালের ব্যবসা করে আসছিল। সম্প্রতি কাউন্সিলরের অন্যান্য পার্টনারদের সাথে লেনদেনে গড়মিল দেখা দিলে গতকাল রাতে মিমাংসার জন্য বৈঠকে বসে। এ সময় ব্যবসায়ীক পার্টনার জামাল হাজীদের কাছে প্রায় ১ কোটি টাকা পাওনা হয় কাউন্সিলর মজিবুর রহমান। ওই টাকা ফেরত চাইলে রাতেই ঐ বৈঠকে তাদের মধ্যে জামাল হাজীর নেতৃত্বে ১০/১৫জন কাউন্সিলর মজিবুর রহমানের মাধখলাস্থ নতুন বাড়ীতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে। এসময় কাউন্সিলরের স্ত্রী মুর্শিদা প্রতিপক্ষের হামলায় আহত হয়। ওই ঘটনার জের ধরে ১৪ আগস্ট ভোরে জামাল হাজী ও উপজেলা যুবলীগের নেতা ওসমান গনির নেতৃত্বে স্থানীয় বেতঝুড়ি এলাকার আবু রায়হান, নাসির উদ্দিন, মোজাম্মেল হক, আশরাফুল আলম, হারিছ উদ্দিন, সেলিম মিয়া, নুরুল হক, জিয়াউর রহমান সহ ২০/২৫জন ওই কারখানার জুট গোডাউন দখলে নিতে অবস্থান নেয়। এসময় মজিবুর রহমান তার টাকা পরিশোধ করে মালামাল বের করার জন্য বলে। এ নিয়ে দু’পক্ষের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে  পুনরায় সংঘর্ষ বাধে। সংঘর্ষে কাউন্সিলর মুজিবুর রহমান গুলিবিদ্ধ সহ ১৫ জন আহত হয়। আহতরা হলো মজিবুর রহমান, রফিকুল ইসলাম, জিয়াউল হক, সাদেকুল ইসলাম সহ অন্তত ১৪ জন। আহত কাউন্সিলর মজিবুরর রহমান জানান, ওসমান গনি তার পিস্তল দিয়ে এলোপাতারি গুলি ছুড়লে তিনি সহ তার লোকজন আহত হয়। এ বিষয়ে ওসমান গনির সাথে যোগাযোগ করলে তিনি পিস্তল দিয়ে গুলি করার বিষয়টি অস্বীকার করেন। আহতদের শ্রীপুর উপজেলা সহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। শ্রীপুর থানার ওসি মহসিনুল কাদির জানান, ঘটনার বিষয়ে আমি কিছুই জানি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *