ঢাকা: আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ কুনারে শনিবার এক আত্মঘাতি বোমা হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। স্থানীয় একটি বাজারের কাছে হামলাটি চালানো হয়েছে বলে জানিয়েছেন সেখানকার কর্মকর্তারা।
প্রাদেশিক গভর্নরের দপ্তর থেকে জানানো হয়েছে, কুনারের রাজধানী আসাদাবাদের একটি সরকারি কার্যালয়ে মোটর সাইকেলে করে প্রবেশের চেষ্টা করে হামলাকারী। সেখানে প্রবেশের আগেই বোমাটির বিস্ফোরণ ঘটায় সে। এ ঘটনায় নিহতের পাশাপাশি আরো অন্ততপক্ষে ৪০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন গভর্নর ওয়াহিদুল্লাহ কলিমজাই।
তিনি বলেন, ’হতাহতদের অধিকাংশই সাধারণ মানুষ ও শিশু। হয় তারা ওই স্থান দিয়ে যাচ্ছিল, নয়তো পার্কের মধ্যে খেলাধুলা করছিল।’
এদিকে এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলায় দায় স্বীকার করেনি। একজন বয়োজ্যেষ্ঠ আদিবাসী নেতা ও মিলিশিয়া কমান্ডার হাজি খান জানও হামলায় নিহত হয়েছেন।