গাজীপুরে ঐতিহ্যবাহী চিলাই নদী উদ্ধারে মানব বন্ধন

Slider কৃষি, পরিবেশ ও প্রকৃতি গ্রাম বাংলা জাতীয় ফুলজান বিবির বাংলা

10632682_1741644139309785_5925091993281135565_n

 
গাজীপুর অফিস:  গাজীপুরের ঐতিহ্যৃবাহী চিলাই নদী উদ্ধারের দাবিতে চিলাই বাঁচাও আন্দোলন নামে একটি সামাজিক সংগঠন নদীর ২৩ কি: মি: এর মধ্যে ৮টি পয়েন্টে এক যোগে মানববন্ধন করেছে।

শনিবার সকাল ১০টা থেকে ১১টা পর্য ন্ত ওই কর্মসূচি পালিত হয়। বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের কেন্দ্রিয় সভাপতি অধ্যাপক আনোয়ার সাদাত এতে নেতৃত্ব দেন।

মানব বন্ধনের ৮টি পয়েন্ট হল সেরালিয়াবাড়িঘাট, গাজীতলাঘাট,মহলঘাট, শশ্মানঘাট,হানকাটা ব্রীজ, তিতারকুল ব্রীজ,কানাইয়া ব্রীজ ওপূবাইল ব্রীজ।

এর মধ্যে শশ্মান ঘাটে নেতৃতে্‌ ছিলেন বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক এড. আনোয়ার হোসেন।

হাঁনকাটা পয়েন্টে সভাপতিত্ব করেন চিলাই বাঁচাও আন্দোলনের আহবায়ক এড. জালাল উদ্দিন ভান্ডারী। প্রধান অতিথি ছিলেন  গাজীপুর শহর আওয়ামীলীগের সভাপতি এড. ওয়াজ উদ্দিন মিয়া, গাজীপুর বারের সাধারণ সম্পাদক এড. মোঃ এমরাণ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক এড. সিদ্দিকুর রহমান, বাংলাদেশ নদী পরিব্রাজক দলের সভাপতি মোঃ মনির হোসেন, তুরাগ  বাঁচাও আন্দোলনের  সভাপতি মনোয়ার হোসেন রনি, বাংলাদেশ নদী পরিব্রাজক দলের কেন্দ্রিয় পর্ষদের সম্প্রসারণ সম্পাদক  আলহাজ মোখলেছুর রহমান খান প্রমূখ।

তিতারকুল  পয়েন্টে সভাপত্বি করেন বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন গাজীপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক এড. মোস্তাফিজুর রহমান কামাল। প্রধান অতিথি ছিলেন ভাওয়াল গড় বাঁচাও আন্দোলনের কেন্দ্রিয় মহাসচিব সাংবাদিক ড. এ কে এম রিপন আনসারী। বক্তব্য রাখেন গাজীপুর বারের সিনিয়র আইনজীবী এড. মঞ্জর মোর্শেদ প্রিন্স, বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের যুগ্ম সম্পাদক(দপ্তর) ডা: বোরহান উদ্দিন অরণ্য, তুরাগ বাঁচাও আন্দোলনের সদস্য সচিব সাংবাদিক জাহিদুর রহমান বকুল, হাড়িনাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আক্তার হোসেন ও বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের তথ্য ও গবেষনা সম্পাদক মোঃ মনির মুন্না,। 

 

মো: নজরুল ইসলাম বাবুর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের নেতা এড. আরমান আলী, এড.শরীফ উদ্দিন, এড. দেলোয়ার হোসেন, মোঃ আলমগীর হোসেন, মোঃ সাইফুর রহমান, মোঃ ওমর আলী, মোঃ হাদিউল ইসলাম, মোঃ জব্বার হোসেন, মোঃ আবুল কালাম, মোঃ আলী আজম সুমন, মোঃ সোহরাব,  রাণা আহমেদ, মহসিন পাঠান ও মোঃ বাবুল হোসেন প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *