ঢাকা: আসন্ন ভারতে অনুষ্ঠিত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দুইজন নারী আম্পায়ারকে নিযুক্ত করা হয়েছে। এ টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবারের মতো আইসিসির এমন উদ্দ্যেগ।পুরুষ ও নারী বিশ্বকাপে ৩১ জন অফিসিয়াল আম্পায়ারদের তালিকায় দুই নারী আম্পায়ার হলেন ক্যাথি ক্রস ও ক্ল্যাইর পোলোসাক।
নিউজিল্যান্ডের ক্রস আইসিসির ইভেন্ট কাভার করা অভিজ্ঞ একজন আম্পায়ার। তিনি নারী ৫০ ওভারের বিশ্বকাপের ২০০০, ২০০৯ ও ২০১৩ আসরে দায়িত্ব পালন করেছেন। ১৬ মার্চ বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ম্যাচে ক্রস আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করবেন।
অন্যদিকে বিশ্ব ক্রিকেটের মঞ্চে প্রথমবারের মতো দায়িত্ব নিতে আসছেন পোলোসাক। তবে সম্প্রতি তিনি থাইল্যান্ডে নারী বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আম্পায়ার ছিলেন। ১৮ মার্চ নিউজিল্যান্ড বনাম আয়ারল্যান্ডের ম্যাচে নিজের দায়িত্ব পালন করবেন।