ঢাকা : শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন নায়ক ফেরদৌস আহমেদ। আর সেরা অভিনেত্রী হয়েছেন মৌসুমী এবং বিদ্যা সিনহা মিম।
বৃহস্পতিবার বিকেলে তথ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়।
ফেরদৌস ‘এক কাপ চা’তে অভিনয় করে এ পুরস্কার পান। এছাড়া মৌসুমী পেয়েছেন ‘তারকাঁটা’ এবং ‘জোনাকির আলো’তে অভিনয়ের জন্য মিম শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পান।