গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের ইসলামপুর এলাকায় ওশান গার্মেন্টসে ডাকাতিকালে চার ডাকাত সদস্য গুলিবিদ্ধ হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। তাদের পরিচয় জানা যায়নি।
গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মুশরাফিকুর রহমানএ তথ্য জানান।
তিনি জানান, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে ওই গার্মেন্টসের মালামাল ডাকাতিকালে টহলরত গোয়েন্দা পুলিশ বিষয়টি টের পেয়ে যায়। এসময় গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইকবাল হোসেনের নেতৃত্বে অভিযান চালানো হয়।
পরে ডাকাত দলের ১৫/২০ জনের সদস্য ট্রাকযোগে ওই কারখানার মালামাল নিয়ে পালিয়ে যাওয়ার সময় ডিবি পুলিশের গুলিতে চার ডাকাত গুলিবিদ্ধ আহত হয় এবং বাকিরা পালিয়ে যায়।
আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে।