ঢাকা : ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানা ট্র্যাজেডিতে নিহত সেনা কর্মকর্তাদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বিএনপি। ঢাকায় বিজিবি (তত্কালীন বিডিআর) সদর দপ্তরে ওই নৃশংস ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ মারা গেছেন ৭৪ জন।
বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে দলের সিনিয়র নেতারা এ শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় উপস্থিত ছিলেন-বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ব্রি. জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ; ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী; চেয়ারপারসনের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী, প্রধান নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর; দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, স-দপ্তর সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, নির্বাহী কমিটির সদস্য মেজর (অব.) হানিফ, চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান প্রমুখ।
প্রসঙ্গত, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি সকাল ৯টা ২৭ মিনিটের দিকে পিলখানায় বিজিবির বার্ষিক দরবার চলাকালে দরবার হলে ঢুকে পড়ে একদল বিপথগামী (বিদ্রোহী) সৈনিক। এদের একজন তত্কালীন মহাপরিচালকের বুকে আগ্নেয়াস্ত্র তাক করে।
এরপর ঘটে ইতিহাসের সেই নৃশংস ঘটনা। বিদ্রোহী সৈনিকরা সেনা কর্মকর্তাদের ওপর আগ্নেয়াস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে। ৩৬ ঘণ্টার এ হত্যাযজ্ঞে ৫৭ সেনা কর্মকর্তা, ১ জন সৈনিক, দুই সেনা কর্মকর্তার স্ত্রী, ৯ বিজিবি সদস্য ও ৫ জন বেসামরিক ব্যক্তি নিহত হন।