খন্দকার হাছিবুর রহমান, গাজীপুর অফিস: ২৩ শে ফ্রেব্রুয়ারী সকাল ১১.৩০ মিনিটে গাজীপুর জেলা প্রশাসকের সামনে মানব বন্ধন ও জেলা প্রশাসকের নিকট স্বারকলিপি প্রদান করেন। পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), গাজীপুর জেলা।
গ্রামবাসীর পক্ষে উপস্থিত ছিলেন ১. রিফাত হাসান ২. শাহজাহান মিয়া ৩। আতিক মোর্শেদ সমন্ময়কারী পবা কেন্দ্রিয় কমিটি ৪। জাহাঙ্গীর আলাম সহ আরো অনেকে।
রেডিয়্যান্টসহ সকল পরিবেশ বিধ্বংসী কারখানা বন্ধ করার দাবীতে মানব বন্ধন ও গাজীপুর জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি পেশ।
গাজীপুর জেলার ভাওয়াল মির্জাপুরে কাইঞ্জানুল গ্রামের রেডিয়্যান্টসহ বিভিন্ন টায়ার পোড়ানো কারখানা বিষাক্ত বর্জ্যে এলাকার পরিবেশ মারাত্বক ভাবে বিষিয়ে উঠেছে। টায়ার পোড়ানো এসব কারখানা থেকে বায়ু দূষণকারী সালফার ডাই-অক্সাইড ও নাইট্্েরাজেনের অক্সাইড সমূহ এবং রাবারের অতি ক্ষুদ্র কনা বাতাসে ছড়িয়ে পার্শ্ববর্তী এলাকার জনজীবন দূর্বিসহ করে তুলেছে। কারখানার বিশাক্ত ধোয়ায় স্থানীয় এলাকা বাসীর স্থাস্থ্য সমস্য দেখা দিচ্ছে এবং বসতবাড়ীর পরিবেশসহ চাষাবাদের জমি ভীষণভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। জনস্বাস্থ্য পরিবেশ বিবেচনা এসব ক্ষতিকর কারখানা বন্ধে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্যে এই মানব বন্ধন কর্মসূচী পালিত হয়।