ঢাকা : রাজধানীর নিউমার্কেট এলাকার কাঁচাবাজার সংলগ্ন বস্তিতে একটি ভাঙারির দোকানে গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আমজাদ (২৪) নামে এক দোকান কর্মচারী নিহত হয়েছেন। দগ্ধ হয়েছেন আরো ৩ জন।
আহতরা হলেন—সোহাগ(২৫), ইয়ামিন (২৫) ও মেহেদি (২০)। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ইন্সপেক্টর আতিকুল আলম জানান, বুধবার দিবাগত রাত ১টা ৪২ মিনিটে নিউমার্কেট কাঁচাবাজারের একটি ভাঙারির দোকানে আগুন লাগে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। রাত ২টা ২৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত বলে জানান তিনি।
নিউমর্কেট কাঁচাবাজারের দোকান কর্মচারী আল-আমিন জানান, নিহত ও আহতরা নার্গিসের ভাঙরির দোকানের কর্মচারী। তারা সারা দিন কাজ শেষে রাতে দোকানেই ঘুমায়। প্রতিদিনের মতো বুধবার রাতেও মশার কয়েল জ্বালিয়ে ঘুমাচ্ছিল তারা।
গভীর রাতে হঠাৎ ওই দোকানে আগুন দেখতে পেয়ে কাঁচাবাজারের লোকজন সেখানে গিয়ে গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢামেকে নিয়ে যান। সেখানেই আমজাদ মারা যায়।