ঢাকা: দক্ষিণ এশিয়ার বৃহত্তম বার হিসেবে পরিচিত ঢাকা আইনজীবী সমিতির ২০১৬-১৭ মেয়াদে দুই দিনব্যাপী নির্বাচনের প্রথম দিনের ভোটগ্রহণ বুধবার সকাল নয়টায় শুরু হবে।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে দুপুরে একঘণ্টা বিরতি দিয়ে বিকাল পাঁচটা পর্যন্ত এ ভোটগ্রহন।
বৃহস্পতিবারও (২৫ ফেব্রুয়ারি) একইভাবে ভোটগ্রহণ করা হবে।
আওয়ামী লীগ সমর্থিত সাদা, বিএনপি-জামায়াত সমর্থিত নীল ও নিরপেক্ষ হিসেবে সবুজ প্যানেলের ব্যানারে ২৭টি পদের বিপরীতে ৬৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মূল লড়াই হবে মূলত আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল ও বিএনপি সমর্থিত নীল প্যানেলের মধ্যে। সবুজ প্যানেলের বিভিন্ন পদে ১০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও তাদের তেমন প্রচারণা নেই। তবে সাধারণ সম্পাদক পদে বিএনপির বিদ্রোহী প্রার্থী হোসেন আলী খান হাসান প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এবার আইনজীবীর সংখ্যা বাড়লেও ভোটার সংখ্যা গতবারের চেয়ে ৩২২ জন কম। সমিতির চাঁদা নিয়মিত পরিশোধ না করায় প্রায় সাতশ জনকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এবারের ভোটার সংখ্যা ১৫ হাজার ৫০ জন।
সাদা প্যানেলের হয়ে সভাপতি পদে অ্যাডভোকেট সাইদুর রহমান মানিক এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আয়ুবুর রহমান নির্বাচন করছেন।
নীল প্যানেলের হয়ে সভাপতি পদে অ্যাডভোকেট মো. খোরশেদ আলম এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আজিজুল ইসলাম খান বাচ্চু প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সাদা প্যানেলের অপর প্রার্থীরা হলেন, সিনিয়র সহসভাপতি পদে অ্যাডভোকেট মোহাম্মাদ হাবিবুর রহমান, সহ-সভাপতি পদে আবু বকর ফরহাদ, ট্রেজারার পদে মো. হাসিবুর রহমান দিদার, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে আব্দুস সালাম খান, সহ-সাধারণ সম্পাদক পদে মো. শাহাদাত হোসেন ভুইয়া, লাইব্রেরী সম্পাদক পদে আলী আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক পদে লাকী আক্তার ফ্লোরা, দফতর সম্পাদক পদে আব্দুল হাই মামুন, সমাজ কল্যাণ সম্পাদক পদে প্রহলাদ চন্দ্র সাহা পলাশ এবং ক্রীড়া সম্পাদক পদে মো. বাহারুল আলম বাহার।
নীল প্যানেলের প্রার্থীরা হলেন- সিনিয়র সহ-সভাপতি পদে অ্যাডভোকেট আফরোজা বেগম শেলী, সহ-সভাপতি পদে কাজী মো. আব্দুল বারিক, ট্রেজারার পদে আবু বক্কর সিদ্দিকী, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদের সৈয়দ নজরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক পদে মো. সারোয়ার কায়ছার রাহাত, লাইব্রেরী পদে মো. আবুল কালাম আজাদ, সাংস্কৃতিক সম্পাদক পদে শাহনাজ বেগম শিরীন, দফতর সম্পাদক পদে মো. আফানুর রহমান রুবেল, সমাজ কল্যাণ সম্পাদক পদে মো. শফিকুল ইসলাম এবং ক্রীড়া সম্পাদক পদে মোহাম্মাদ শাখাওয়াত উল্লাহ চৌধুরী মনোনয়ন পেয়েছেন।
১৫টি সদস্য সাদা প্যানেলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন অ্যাডভোকেট আমিনুল আহসান মাসুম, ইমারত হোসেন বাচ্চু, হাজেরা বেগম আজরা, মোহাম্মাদ আবু সাঈদ সিদ্দিক টিপু, নাসিম জাহান রুবি, নুরজাহান আক্তার পারভীন, মরিয়ম বেগম তুলি, মো. আলাউদ্দিন খান, সাহিদা পারভীন নদী, মো. বিল্লাল হোসেন লিজন, মোহাম্মাদ খায়রুল ইসলাম, নুরুল ইসলাম তালুকদার, তাইবুর রহমান তুহিন, মোহাম্মাদ সাইফুজ্জামান টিপু ও মোহাম্মাদ নুর হোসেইন।
সদস্য পদে নীল প্যানেলে লড়ছেন অ্যাডভোকেট আজমেরী আহমেদ চৈতি, মো. আব্দুল মোমেন খান মামুন, মো. আনোয়ার পারভেজ কাঞ্চন, মো. শহিদুল্লাহ, মো. শাহীন হোসেন, মো. শওকত উল্লাহ, মোহাম্মাদ আবুল কাশেম, মোহাম্মাদ রোকনুজ্জামান সুজা, মোস্তফা সারওয়ার মুরাদ, মোস্তরী আক্তার নুপুর, মোসা. জেবুননেছা খানম জীবন, পান্না চৌধুরী, শাহনাজ পারভীন, সৈয়দ আকতারুল ইসলাম আক্তার এবং সৈয়দ মোহাম্মাদ মাইনুল হোসেইন অপু।
এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট মো. শাহ্ আলম খান।