বিএনপিকে কাউন্সিল করতে বাধা দেয়া হচ্ছে না

Slider জাতীয়

2015_12_24_19_54_53_OS7xA4E9uPpaLCnULJvRTwIlT2Kb2y_original

 

 

 

 

সাভার (ঢাকা) : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘দলীয় কাউন্সিল করতে বিএনপিকে কোনো বাধা দেয়া হচ্ছে না। এমনকি দলীয়ভাবে তাদের বাধা দেবার মতো কোনো সিদ্ধান্তও নেয়া হয়নি।’

মঙ্গলবার দুপুরে আশুলিয়ার বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের জামগড়ায় সড়ক সংস্কার ও উন্নয়ন কাজ পরিদর্শন করতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

সবক্ষেত্রেই বিএনপির নালিশ করার স্বভাব উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘তারা তো নিজেরাই কাউন্সিলের স্থান নির্ধারণ করতে পারেনি। শীতাতপ নিয়ন্ত্রিত স্থান ছাড়া তারা আবার সম্মেলন করতে পারে না। তারা যেখানে কাউন্সিলের জন্য প্রাাথমিকভাবে পছন্দ করেছিল সেটা তো সরকারের না। কোন প্রতিষ্ঠান যদি রাজনৈতিক দলের কোনো সম্মেলন বা কর্মসূচি আয়োজন করতে না দেয় তাতে সরকারই বা কি করতে পারে।’

মন্ত্রী বলেন, ‘ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন দাখিলে বিএনপির কাউকে বাধা দেয়া হচ্ছে না। নানা মামলা-মোকদ্দমা আর গ্রেপ্তারি পরোয়ানা অনেকেই এলাকা ছাড়া।’

সড়ক দখলমুক্ত করার ব্যাপারে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করে মন্ত্রী বলেন, ‘রাজনৈতিক প্রভাব আর প্রতিপত্তির কারণেই পুরোপুরি সড়ক দখলমুক্ত করা সম্ভব হচ্ছে না।’ তবে আগামী মাসের মধ্যে সড়ক দখলমুক্ত করার ঘোষণাও দেন তিনি। বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেস ওয়ের সঙ্গে সাভারের ডিইপিজেডকে যুক্ত করা হচ্ছে বলেও তিনি জানান। এ সময় তার সঙ্গে সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *