গাজীপুর: জেলার সাইনবোর্ড এলাকায় প্রীতি সোয়েটার নামে একটি কারখানায় আগুন লেগেছে। আগুনে ওই কারখানার মেশিনপত্র ও তৈরি পোশাক পুড়ে গেছে।
মঙ্গলবার ভোর পাঁচটার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে।
গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হাসিবুর রহমান জানান, ভোরের দিকে ওই কারখানার ৮ তলায় আগুন লাগে। খবর পেয়ে টঙ্গী, গাজীপুর, উত্তরাসহ বেশ কয়েকটি স্টেশনের ১০টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। দমকল কর্মী ও স্থানীদের সমন্বয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে কারখানার তৈরি পোশাক, জেকার মেশিন ও পোশাক তৈরির কাঁচামাল পুড়ে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানিয়েছেন তিনি। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হয়নি।