মীর মোহাম্মদ ফারুক
স্পেশাল করেসপন্ডেন্ট
গ্রাম বাংলা নিউজ২৪.কম
কালিয়াকৈর থেকে: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সিনাবহ এলাকার সাদাত কম্পোজিট নিট ইন্ডাষ্টিজ লিমিটেড কারখানায় বকেয়া বেতনের দাবীতে সারাদিন কর্মবিরতি ও শ্রমিক বিক্ষোভ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে লাঠিচার্জ, ফাঁকা গুলি-টিয়ারসেল নিক্ষেপ করেছে পুলিশ। এঘটনায় কমপক্ষে ২০ জন আহত হয়। ঐ কারখানার ৫ শতাধিক শ্রমিক গত মাসের বকেয়া বেতনের দাবীতে আজ সকাল থেকে কর্মবিরতি ঘোষনা করে, কারখানার গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ করছিলো।
শ্রমিকরা জানায়, কারখানার পরিচালক তানজিল আলম বিকাল ৫টার দিকে ময়না নামে এক স্যূয়িং অপারেটরকে থাপ্পর মারলে পরিস্থিতি নিয়ন্ত্রনের বাইরে চলে যায়। নারী শ্রমিককে থাপ্পর মারার ঘটনায় বিক্ষুব্ধ হয়ে শ্রমিকরা কারখানার ৪ জন কর্মকর্তাকে মারধর করে একটি কক্ষে তালাবদ্ধ করে রাখে। আটককৃত কর্মকর্তারা হলেন, পরিচালক তানজিল আলম, এপিএম রেজাউল করিম, ফ্যাক্টরী ম্যানেজার হাফিজউদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা বকুল হোসেন। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ শ্রমিকদের উপর লাঠিচার্জ করে। এসময় কমপক্ষে ১০ রাউন্ড রাবার বুলেট ও ২০ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে। এঘটনায় আহত হয় কমপক্ষে আরো ১৫ শ্রমিক। শিল্প পুলিশ-২ এর পুলিশ পরিদর্শক জাকির হোসেন সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ৪ রাউন্ড রাবার বুলেট ও ৪ রাউন্ড টিয়ার সেল ও ২ রাউন্ড শট গানের গুলি চালানো হয়েছে।