আর্জেন্টিনার নতুন কোচ টাটা মার্টিনো

Slider খেলা গ্রাম বাংলা টপ নিউজ সারাবিশ্ব

61740_tata
গ্রাম বাংলা ডেস্ক: আলেসান্দ্রো সাবেয়ার স্থানে নতুন কোচ হিসেবে আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের দায়িত্ব পেয়েছেন জেরার্ডো মার্টিনো, যিনি টাটা মার্টিনো হিসেবে সমধিক পরিচিত। বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে ১-০ গোলে পরাজিত হয়ে শিরোপা হাতছাড়া হবার পরেই সাবেয়ার বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল। আজ তার স্থানে মার্টিনোর নাম ঘোষণা করেছে আর্জেন্টাইন ফুটবল এসোসিয়েশন।
বার্সেলোনার হয়ে শিরোপাবিহীন মৌসুম কাটানোর পরেও ৫১ বছর বয়সী এই স্বদেশীর উপরেই আস্থা রেখেছে আর্জেন্টিনা। হতাশাজনক মৌসুম কাটানোর পরে তাকে অবশ্য বার্সেলোনার চাকুরিটিও হারাতে হয়েছিল। এ সম্পর্কে আর্জেন্টাইন ফুটবল এসোসিয়েশনের (এএফএ) ওয়েবসাইটে বলা হয়েছে, ‘জেরার্ডো ড্যানিয়েল মার্টিনো বৃহস্পতিবার থেকে জাতীয় দলের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে কাজ শুরু করবেন। তিনি আলেসান্দ্রো সাবেয়ার স্থলাভিষিক্ত হবেন। সাবেয়ার সাথে ব্রাজিল বিশ্বকাপের পরে এএফএর চুক্তি শেষ হয়ে গেছে।’
নতুন দায়িত্বে মার্টিনোর প্রথম লক্ষ্য হচ্ছে আগামী বছর চিলিতে অনুষ্ঠিতব্য কোপা আমেরিকা। ২০১১ সালে ঘরের মাঠে কোপা আমেরিকার শিরোপা জয়ে ব্যর্থ হবার পরে আর্জেন্টিনার দায়িত্ব পেয়েছিলেন সাবেয়া। তার অধীনেই আর্জেন্টিনা ১৯৯০ সালের পরে বিশ্বকাপের ফাইনালে প্রথমবারের মতো খেলার যোগ্যতা অর্জন করে। যদিও অতিরিক্ত সময়ে মারিও গোয়েতজের একমাত্র গোলে জার্মানদের জয় নিশ্চিত হবার পরেও সাবেয়ার দায়িত্ব সর্বত্রই প্রশংসিত হয়। আর তাই এএফএফ তার সাথে ২০১৮ সাল পর্যন্ত চুক্তি নবায়নের আগ্রহ প্রকাশ করেছিল। কিন্তু সাবেয়া তাতে অস্বীকৃতি জানায়।
এদিকে প্যারাগুয়েকে ২০১০ সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উন্নীত করার কারনে মার্টিনো সকলের কাছে প্রশংসিত হন। সেখান থেকেই মূলত জাতীয় দলের জন্য তাকে বেছে নেয় এএফএ।
মার্টিনোর ফ্যাক্টবক্স
জন্ম : ২০ নভেম্ব ১৯৬২, আর্জেন্টিনার দ্বিতীয় শহর রোসারিওতে।
খেলোয়াড়ি ক্যারিয়ার : নিওয়েলসের হয়ে কাব রেকর্ড ৫০৯টি ম্যাচ খেললেও আর্জেন্টিনার হয়ে মাত্র একটি ম্যাচে প্রতিনিধিত্ব করেছিলেন মিডফিল্ডার মার্টিনো। যা অনেককেই বিস্মিত করেছে। নিওয়েলসের হয়ে তিনটি লীগ শিরোপা জিতেছিলেন। ঐ সময় তার কোচ ছিলেন মার্সেলো বিয়েলসা যার অধীনে তিনি ডিফেন্সিভ পজিশন থেকে আক্রমনাত্মক দক্ষতাকে বাড়িয়ে নেন। নিওয়েলসের জুনিয়র দলের হয়ে ক্যারিয়ার শুরুর করার পরে প্রায় এক দশক এই কাবে কাটানোর পরে স্প্যানিশ কাব টেনেরিফে যোগ দেন। যদিও সেখানে তার অভিজ্ঞতা খুব বেশীদিনের নয়। এরপর আরো তিনবছরের জন্য টাটা মার্টিনো নিওয়েলসে ফিরে আসার পরে তিনি বার্সেলোনায় খেলেছেন।
কোচিং ক্যারিয়ার : আর্জেন্টিনার নিচের লীগে কোচিং ক্যারিয়ার শুরু করার পরে প্যারাগুয়ের কাব পর্যায়ে দায়িত্ব পান। ছয় বছরে চারটি লীগ শিরোপা জয়ের কৃতিত্ব রয়েছে তার। তিনটি লিবারটেডের হয়ে এবং একটি সেরো পোরটেনোর হয়ে। কাব পর্যায়ে তার সাফল্যই তাকে জাতীয় দলের দায়িত্বে আসীন করে ২০০৬ সালে। মার্টিনোর অধীনেই প্যারাগুয়ে ২০১০ সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে প্রথমবারের মতো খেলার যোগ্যতা অর্জন করে। এটি ছিল তাদের টানা চতুর্থ বিশ্বকাপ। সেখানে সেবারের চ্যাম্পিয়ন স্পেনের কাছে ১-০ গোলে পরাজিত হয়ে বিদায় নেয় প্যারাগুয়ে।
মার্টিনোর অধীনেই প্যারাগুয়ে ২০১১ সালে কোপা আমেরিকার ফাইনালে উঠলেও উরুগয়ের কাছে ৩-০ গোলে পরাজিত করে শিরোপা হাতছাড়া করে। সেই আসরে পরেই প্যারাগুয়ের দায়িত্ব ছেড়ে কলম্বিয়ার লোভনীয় প্রস্তাবকে ফিরিয়ে তিনি আবারো নিওয়েলসে ফিরে আসেন। তার অধীনেই পুনর্জাগরিত নিওয়েলস কোনমতে রেলিগেশন এড়িয়ে নিজেদের আবারো প্রমাণ করে। পরের দুই বছরতো ছিল নিওয়েলসের জন্য স্বপ্নের মৌসুম। মার্টিনোর এই সাফল্যে উৎসাহিত হয়ে বার্সেলোনা তার দিকে হাত বাড়ায় এবং টিটো ভিয়ানোভার স্থানে তাকে দায়িত্ব দেয়া হয়। চতুর্থ আর্জেন্টাইন হিসেবে মার্টিনো বার্সেলোনার দায়িত্ব পান। ১৯৫৮ সালে হেলেনিও হেরেরা, ১৯৬৫ সালে রক ওলসেন এবং ১৯৮৩ সালে সিজার লুইস মেনোত্তির পরে কাতালানদের দায়িত্ব পেয়েছিলেন আরেক আর্জেন্টাইন মার্টিনো। কিন্ত মৌসুমে ছয়টি মেজর শিরোপার একটিও না পেয়ে এক বছর পরেই তিনি তার দায়িত্ব হাতছাড়া করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *