অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় নিখোঁজের ৪দিন পর শিশু সজিব মজুমদারের (১০) পেটকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে কোদালধোয়া গ্রামের একটি ঘের থেকে লাশটি উদ্ধার করা হয়। ৪র্থ শ্রেণীর ছাত্র সজীব উপজেলার বাটরা গ্রামের সঞ্জিত মজুমদারের ছেলে।
আগৈলঝাড়া থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, গত ১৬ ফেব্রুয়ারী সজীব তার ঠাকুরদা’র সাথে বাটরা বাজারে যায়। তিনি একটি দোকানের সামনে সজীবকে দাঁড় করিয়ে রেখে বাজার করে। বাজার করার পরে এসে আর তাকে খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনায় বৃহস্পতিবার সজীবের বাবা সঞ্জিত মজুমদার আগৈলঝাড়া থানায় সাধারণ ডায়েরী করেন। গতকাল শনিবার রাতে কোদালধোয়া গ্রামের একটি মাছের ঘেরে সজীবের পেট কাটা নাড়িভুড়ি বের হওয়া লাশ ভেসে উঠে। স্থানীয়রা লাশ দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে সজীবের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে লাশ সনাক্ত করেন। ওসি’র ধারণা পূর্বপরিকল্পিতভাবে শিশু সজীবকে হত্যা করা হয়েছে। পরে লাশ গুমের জন্য পেট কেটে মাছের ঘেরে ফেলে দেয়া হয়। এ ঘটনায় অজ্ঞাতনামাদের আসামী করে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।