ঢাকা: সপ্তাহ জুড়ে বান্দরবানে দুধর্ষ অভিযান চালিয়েছে টিম ‘ঢাকা অ্যাটাক’। দেশের শীর্ষ সন্ত্রাসীদের জেলে ভরতেই টিমটির এ অভিযান। তবে বাস্তবে নয়, সিনেমার শুটিংয়ে। অভিযানকে প্রানবন্ত করতে কোন কমতিই রাখেননি ছবিটির পরিচালক দিপঙ্কর দীপন। পোষাক আশাক থেকে শুরু করে পুরো আয়োজনটিই ছিলো পুলিশের আদলে। দৃশ্যগুলো ঠিকঠাকভাবে ফুটিয়ে তুলতে গহীন অরণ্যে শুটিং করা হয়েছে। সেখান যেমন ছিলো ডাকতের ভয়, তেমনি ছিল সাপের ভয়। সব ভয়কে জয় করেই শুটিং করেছে মাহী-শুভ-সুমনরা। শনিবার রাত দশটা পর্যন্ত শুটিংয়ে অংশ নেবেন আরিফিন শুভ ও এবিএম সুমন। আর আগেভাগেই শুটিং শেষ হয়েছে মাহির।
তাই আজ রাতের ফ্লাইটে চট্টগ্রাম থেকে ঢাকায় রওনা দেবেন তিনি। বাকিরা ঢাকা ফিরবেন রবিবার।
ছবিটির অন্যতম প্রধান চরিত্র এবিএম সুমন জানালেন, এখানে অল্প কিছু দৃশ্যের শুটিং হয়েছে। কিন্তু কাজটা বেশ সময়সাপেক্ষ ও পরিশ্রম সাধ্য ছিলো। তাই কয়েকটা দিন সময় লাগলো। আগামীকাল ফিরতি আমরা। এরপর আবার ঢাকায় শুরু হবে পরের লটের শুটিং।