দ্রুত রেজাল্ট পাবেন যে ভাবে

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ সারাদেশ

result_bg_186466637

 

গ্রাম বাংলা ডেস্ক: ২০১৪ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

বুধবার সকাল ১০টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানদের নিয়ে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের অনুলিপি হস্তান্তর করেন। এ বছর গড় পাসের হার ৭৮.৩৩ শতাংশ।

দুপুর ১টার পর মোবাইল থেকে মেসেজ করে অথবা ইন্টারনেটে নির্দিষ্ট ওয়েবসাইটে ঢুকে ঘরে বসে দ্রুত ফলাফল পাবেন।

ইন্টারনেটে ফল
পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট www.educationboardresults.gov.bd এবং সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে ফল সংগ্রহ করতে পারবেন।

মোবাইলে ফল
যে কোনো মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে ফল পেতে মেসেজ অপশনে গিয়ে HSC অথবা Alim লিখে স্পেস দিয়ে শিক্ষা বোর্ডের প্রথম তিন অক্ষর লিখুন। তারপর স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের সাল লিখে পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে। ফিরতি মেসেজে জানতে পারবেন আপনার কাঙ্ক্ষিত ফলাফল।

উদাহরণ স্বরূপ
সাধারণ বোর্ডের জন্য HSC স্পেস  Dha স্পেস 123456 2014, মাদ্রাসা বোর্ডের জন্য Alim স্পেস Mad স্পেস 123456 2014 এবং কারিগরি শিক্ষা বোর্ডের জন্য HSC স্পেস Tec স্পেস 123456 লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *