গ্রাম বাংলা ডেস্ক: মুন্সীগঞ্জের মাওয়ার পদ্মায় ডুবে যাওয়া পিনাক-৬ লঞ্চের মালিক আবু বক্কর সিদ্দিক ওরফে কালু মিয়াকে (৬৫) চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার রাত সাড়ে ৩টার দিকে চট্টগ্রামের আগ্রাবাদে এক আত্মীয়ের বাড়ি থেকে এক সন্তানসহ তাকে গ্রেফতার করে র্যাব-৭।
র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, পিনাক-৬ লঞ্চডুবির পর ৫ আগস্ট মাওয়া ঘাটের পরিবহন ইন্সপেক্টর জাহাঙ্গীর ভূইয়া বাদি হয়ে মুন্সীগঞ্জের লৌহগঞ্জ থানায় লঞ্চ মালিক আবু বক্কর সিদ্দিক ওরফে কালু মিয়া, লঞ্চের চালক নবী ও কাওরাকান্দি ঘাট পরিচালনাকারী আব্দুল হাই সিকদারসহ ছয়জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।