গ্রাম বাংলা ডেস্ক:উচ্চমাধ্যমিক সার্টিফিকেট-এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বুধবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফল তুলে দেন শিামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
এবছর এইচএসসিতে গড় পাসের হার ৭৮.৩৩। সারা দেশে জিপিএ-৫ পেয়েছে ৭০ হাজার ৬০২ জন।
সকাল ১০টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের নেতৃত্বে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের অনুলিপি হস্তান্তর করেন। দুপুর দেড়টায় আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনে ফল প্রকাশ করা হবে। এর পরই শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব পরীক্ষা কেন্দ্র বা শিক্ষাপ্রতিষ্ঠান (সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওয়েব মেইল) এবং এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবেন শিার্থীরা।
এ বছর এইচএসসিতে ঢাকা বোর্ডে ৮৪ দশমিক ৫৪ শতাংশ, বরিশাল বোর্ডে ৭১ দশমিক ৭৫ শতাংশ, সিলেট বোর্ডে ৭৯ দশমিক ১৬ শতাংশ, কুমিল্লা বোর্ডে ৭০ দশমিক ১৪, রাজশাহী বোর্ডে ৭৮ দশমিক ৫৫ শতাংশ ও দিনাজপুর বোর্ডে ৭৪ দশমিক ১৪ শতাশং শিার্থী পাস করেছে বলে সংশ্লিষ্ট বোর্ড সূত্রে জানা গেছে।