নতুন টিভি চ্যানেল নিউজ টোয়েন্টিফোর’র লোগো উন্মোচন

Slider অর্থ ও বাণিজ্য

 

News24BG_banglanews24_627990040

 

 

 

 

ঢাকা: উন্মোচিত হলো ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের সংবাদভিত্তিক নতুন টেলিভিশন চ্যানেল নিউজ টোয়েন্টিফোর’র লোগো।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) রাজদর্শন হলে আনুষ্ঠানিকভাবে এ লোগো উন্মোচন করা হয়।

অনুষ্ঠান মঞ্চে উপস্থিত থেকে এ লোগো উন্মোচন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম ও দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন।

এর মধ্য দিয়ে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠান ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ ইলেক্ট্রনিক মিডিয়ার জগতে পা ফেললো।

বাংলাদেশের সংবাদমাধ্যম জগতে এই যাত্রাকালে ‘বিশ্বজুড়ে বাংলাদেশ এক নতুন উচ্চতায়/পজিটিভ বাংলাদেশের কথাই বলবো আমরা’, ‘সবার আগে সর্বশেষ খবর নিয়ে ২৪ ঘণ্টা আপনার পাশে’, ‘নিরপেক্ষতা বলতে কিছু নেই/আমরা জনগণের পক্ষে’, ‘সমস্যা…সম্ভাবনা…স্বপ্ন…এবং আপনার কথা বলবে নিউজ টোয়েন্টিফোর’ ইত্যাদি অঙ্গীকার দিচ্ছে নতুন এ টিভি চ্যানেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *