গোপালগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি সাইদুর রহমান বাসু হত্যার ঘটনায় মামলা হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাতে বাসুর ভাই জাসু শেখ বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় মামলাটি দায়ের করেন। মামলায় ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে।
এদিকে শ্রমিক নেতা হত্যার প্রতিবাদে শুক্রবার সকাল থেকে দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. সেলিম রেজা জানান, সাইদুর রহমান বাসুর হত্যার ঘটনায় তার ভাই বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
প্রসঙ্গত, বুধবার রাতে শহরের মৌলভীপাড়ায় দুর্বৃত্তরা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি সাইদুর রহমান বাসুকে কুপিয়ে আহত করে। প্রথমে তাকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল ও পরে ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়া হলে পরদিন বৃহস্পতিবার সকালে তিনি মারা যান।