কাপাসিয়া(গাজীপুর) প্রতিনিধিবঙ্গতাজ তাজ উদ্দীন আহমদ স্মৃতি পাঠাগার, কাপাসিয়ার এর উদ্যোগে ১১ দিনব্যাপি বইমেলার প্রস্তুতি চলছে। আগামী ২০ ফেব্রুয়ারি শনিবার বিকালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি এম পি মেলার শুভ উদ্বোধণ করবেন।
মেলা উদযাপন কমিটর সদস্য রুহুল আমীন জানান, উপজেলার বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চিঠি দেওয়া হেয়ছে। মাইকিং, লিফলেট, কার্ড ও ফেইসবুকে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে। মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা ও কলেজ পর্যায়ের বাংলা বানান, কুইজ, বিতর্ক, আবৃত্তি এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। এছাড়া পাঠাগারের উদ্যোগে বৃত্তিতে অংশগ্রনকারি কৃতকার্যদের সনদ ও পুরস্কার দেওয়া হবে। ৪২ টি বইয়ের স্টলের প্রস্তুতি চলছে।
কমিটির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান সেলিম জানান, মেলার সকল প্রকার প্রস্তুতি প্রায় সম্পন্ন। স্টল নির্মাণ ও আনুষাঙ্গিক কাজ চলছে।
উদীচী শিল্পীগোষ্ঠী, আনন্দধারা সাংস্কৃতিক একাডেমি, কাপাসিয়া সঙ্গীত একাডেমি, পিন্টুর দল, মিজান একাডেমি, উপজেলা কমপ্লেক্স পাবলিক স্কুল, কাপাসিয়া কিন্ডারগার্টেন, হরিমন্জুরী বালিকা উচ্চ বিদ্যালয় সাংস্কৃতিক অনুষ্ঠান করবে বলে জানান কমিটির সদস্য ও উদীচী কাপাসিয়ার সাধারণ সম্পাদক নূরুল আমীণ সিকদার।
সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক আওয়ালীগের প্রয়াত নেতা খালেদ খুররম সাহেবের বাড়ির সামনে মাঠে এ মেলায় উপস্থিত থাকার কথা রয়েছে।