রাতুল মন্ডল, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধ গাজীপুরের শ্রীপুরে মাওনা এস.এস.সি পরীক্ষা কেন্দ্রে ভূল প্রশ্নপত্রে পরীক্ষা নেয়ায় ১১৬ জন পরীক্ষার্থীদের ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়েছে।
মাওনা কেন্দ্রে মাওনা জে.এম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ব্যবসায় উদ্যোগ বিষয়ে ২০১৬ সালের এস.এস.সি পরীক্ষায় ২০১৪ সালের সিলেবাস অনুযায়ী পরীক্ষা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
ধনুয়া উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী মনির হোসেন (রোল ৫৩১০০৩) জানান, পরীক্ষা শেষে প্রশ্নপত্রে ২০১৪ সাল লেখা দেখতে পায়। পরে খোজ নিয়ে তার কক্ষসহ আরো দুটি কক্ষে ২০১৪ সালের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়েছে বলে দেখতে পায়। তবে ১১৬জন ছাড়া একই কেন্দ্রে ২০১৬ সালের প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষার্থী মর্জিনা আক্তার (রোল ৫৩০৪৮৪),ফাতেমা (রোল ৫৩০৪৮২) জানায়, রচনামূলক প্রশ্নপত্র ২০১৪ সালের হলেও নৈর্ব্যক্তিক পরীক্ষা ২০১৬ সালের প্রশ্নপত্রে নেওয়া হয়েছে। এ বিষয়ে ওই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত সচিব মোকলেসুর রহমান জানান, কতজন ভূলপ্রশ্নে পরীক্ষা দিয়েছে তা এখনো সঠিক ভাবে পরিসংখ্যান জানা নেই।
শ্রীপুর উপজেলা সহ-কারী ভূমি কর্মকর্তা মাসুম রেজা জানান, ওই কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত সচিব মোকলেসুর রহমানকে পরীক্ষা কেন্দ্রের সকল দায়-দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে। এবং তদন্ত সাপেক্ষে স্কুল থেকে অব্যহতির প্রক্রিয়া চলছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, ওই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা উপজেলা কৃষি অফিসার মুয়িদুল ইসলামসহ কেন্দ্র সচিবের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।