রাতুল মন্ডল, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
বহুমামলার আসামী যার ভয়ে গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউপির সুনাব গ্রামের লোকজনের মনে সারাক্ষণ ভৃতি জমে থাকে গতকাল বুধবার বিকাল বেলায় গুপন সংবাদে মৃত সোলেমান মৃধার ছেলে তমিজ উরফে সন্ত্রাসী তমিজকে শ্রীপুর মডেল থানার উপ-পরির্দশক (এস.আই) মোস্তাফিজুর রহমান গ্রেফতার করেছেন।
এস.আই মোস্তাফিজুর রহমান জানান, গুপন সংবাদের ভৃত্তিতে সন্ত্রাসী তমিজকে আটক করা হয়েছে। তাকে মারামারি, বাড়িঘর লুট, সাধারণ মানুষের জমি দখল, চুরি সহ বিভিন্ন অভিযোগে গ্রেফতার করা হয়। এবং যথাযথ আইনি প্রক্রিয়ায় তাকে আদালতেপ প্রেরণ করা হয়। বাকি যে সব আসামী আছে তাদেরকে গ্রেফতারে অভিযান চলছে।
স্থানীয় ইউপি সদস্য হুমায়ন মেম্বার জানান, তমিজকে গ্রেতার করে পুলিশ জন মানুষের মনে শস্তি ফিরিয়ে এনেছে। তবে মামলার বাকি যে সব আসামী প্রকাশ্যে ঘুরে বেরাচ্ছে তাদেরকে ধরতে পুলিশ আরও কার্যকরী ভূমিকা রাখবে বলে আশা করি। বিগত দিনে ওই তমিজ বাহীনির বিরুদ্ধে অনেক মামলা হয়েছে কিন্তু কোন মামলার আইও তমিজকে ধরতে পারেনি। তবে সাহসী পুলিশ অফিসার মোস্তাফিজুর রহমান তা করতে পেরেছেন।