অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :
বরিশালের আগৈলঝাড়ায় সুবিধাবঞ্চিত ৩ হাজার ৭ শ’ শিশুর একসাথে জন্মদিন পালন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে বেসরকারী এনজিও ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ- আগৈলঝাড়া এডিপি’র স্পন্সরশীপের উদ্যোগে পশ্চিম সুজনকাঠী মেঘনা সিবিও কার্যালয় মাঠে উপজেলার ৫টি ইউনিয়নের সুবিধাবঞ্চিত ৩ হাজার ৭শ’ শিশুর সম্মিলিত জন্মদিন উপলক্ষে কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে পালন করা হয়। ওয়ার্ল্ডভিশন ম্যানেজার সম্রাট সেরাও’র সভাপতিত্বে জন্মদিন পালন পূর্বক আলোচনা সভায় বক্তব্য রাখেন গৈলা ইউপি চেয়ারম্যান আবুল হোসেন লাল্টু, আগৈলঝাড়া প্রেসক্লাব সভাপতি অপূর্ব লাল সরকার, সাবেক সভাপতি ওয়াসিম ভুঁইয়া সেলিম, সাংবাদিক ওমর আলী সানি, এডিপি স্পন্সরশীপ ম্যানেজার জেমস্ বিশ্বাস, সিবিও সভানেত্রী সবিতা রায়, মার্গারেট দাস, নিপু বাড়ৈ প্রমুখ। পরে সম্মিলিত জন্মদিন উপলক্ষে কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়।