ঢাকা: রাজধানীর স্কয়ার হাসপাতাল থেকে নিজের সরকারি বাসভবনে ফিরেছেন রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক।
চিকিৎসকের পরামর্শে বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে বাসায় ফেরেন তিনি।
মন্ত্রীর একান্ত সচিব কিবরিয়া মজুমদার বিষয়টি জানিয়েছেন।
তিনি বলেন, ‘এখন মন্ত্রী মহোদয়ের শারিরীক অবস্থা মোটামুটি ভালো। ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে হাসপাতাল ছাড়ার অনুমতি দিয়েছেন।’
১৫ ফেব্রুয়ারি সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে বক্তব্য দিতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রেলপথ মন্ত্রী মুজিবুল হক।
পরে সেখান থেকে তাকে দ্রুত রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়া হয়।
এর আগেও গত বছরের ১৭ জুলাই নিজ নির্বাচনী এলাকায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রেলমন্ত্রী। এরপর প্রথমে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ও পরে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয় তাকে।
সেখানে চিকিৎসা শেষে গত ৪ আগস্ট দেশে ফেরেন মুজিবুল হক।