ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রশিদ (২৮) নামে এ হাজতির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে ঢামেক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী হানিফসহ তিনজন আব্দুর রশিদকে অচেতন অবস্থায় ঢামেকে নিয়ে আসেন।
আব্দুর রশিদের বাবার নাম আবুল হোসেন। তার হাজতি নং- ৩৮২৮৪/১৫।
এ বিষয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার নেসার আলম জানান, কারাগারে আব্দুর রশিদ অচেতন হয়ে পড়লে তাকে কেন্দ্রীয় কারাগার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ও কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।