যুক্তরাষ্ট্রে হোটেলে রুম সার্ভিস দিচ্ছে রিলে রোবট!

Slider তথ্যপ্রযুক্তি

 

BG_778618643

 

 

 

 

ঢাকা: উন্নত দেশগুলোতে বিভিন্ন কর্মস্থলে রোবট ইতোমধ্যেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সাভিয়োক কোম্পানি সম্প্রতি ১৫ মিলিয়ন ডলার মূলধন খাটিয়েছে রিলে রোবট তৈরিতে। এই রোবটের কাজ হবে অতিথিদের সেবা করা। অতিথিদের চাহিদা অনুযায়ী রিলে রোবট হোটেলের গেস্টরুমে পৌঁছে দেবে তোয়ালে, টুথপেস্ট ও কফিসহ প্রয়োজনীয় সামগ্রী।

লস অ্যাঞ্জেলস টাইমসের তথ্যসূত্রে জানা যায়, যুক্তরাষ্ট্রের বিভিন্ন হোটেলে সাভিয়োকের ১২টি রিলে রোবট রয়েছে। তবে এর সম্প্রসারণের কথা মাথায় রেখেছে প্রতিষ্ঠানটি।

যখন কোনো গেস্ট বাড়তি তোয়ালে বা প্রয়োজনীয় সামগ্রী চাইবেন তখন হোটেল স্টাফরা তিন ফুট উচ্চতার রোবটের ভেতর প্রয়োজনীয় উপকরণ দিয়ে রুম নম্বর পাঞ্চ করে দেবেন। তারবিহীন রোবটটি লিফটে চড়ে নির্দিষ্ট স্থানে পৌঁছাবে।

গেস্টের রুমে পৌঁছানো পর্যন্ত রোবটিকে চালনা করা হবে ওয়াইফাই ও থ্রিডি ক্যামেরার মাধ্যমে। রোবটটি যখন গেস্টের রুমের সামনে এসে দাঁড়াবে তখন গেস্টের রুমে কল চলে যাবে। কাজ শেষে রোবটেরা ফিরে অ‍াসবে যথাস্থানে।

সাভিয়োক জানায়, তাদের প্রাথমিক লক্ষ্য হচ্ছে অতিথিয়েতায় রোবটের ব্যবহার। পরবর্তীতে তারা অন্য সেবামূলক কাজে রোবট বাড়াবেন।

২০১৫ সালে রিলে রোবট ১১ হাজারেরও বেশি অতিথিদের সেবা দিয়েছে। এখন তারা স্টারবাকস কফিও দিচ্ছে। জানায় কোম্পানিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *