স্টাফ করেসপন্ডেন্ট
গাজীপুর অফিস: বাড়ি থেকে মাইক্রেবাসে করে তুলে নিয়ে যাওয়ার তিন পর জঙ্গলে মুন্নী আক্তার(২২) নামে এক তরুনীর লাশের সন্ধান মিলেছে।
নিহতের পিতার নাম নাসির উদ্দিন। বাড়ি গাজীপুর মহানগরের ভাওরাইদ গ্রামে।
সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে গাজীপুর মহানগরের ভাওরাইদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিন পাশে জঙ্গলে ওই তরুনীর লাশ দেখে এলাকায় হৈ চৈ পড়ে যায়। পরিবারের লোকজন এসে মুন্নীর লাশ সনাক্ত করেন।
স্থানীয় মানবাধিকার কর্মী আবুল হাতেম লাশের পাশে থেকে নিহতের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানান, বৃহসপতিবার একটি মাইক্রেবাসযোগে কয়েক ব্যাক্তি মুন্নীকে বাড়ি থেকে ডেকে গাড়িতে তুলে নিয়ে যায়। সোমবার দুপুরের পর লোকমুখে শুনে মুন্নীর পরিবার লাশ সনাক্ত করেন। সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত লাশটি জঙ্গলেই পড়ে ছিলো। লাশটিকে ঘির উৎসোক জনতা ভীড় করে আছে।
এ ব্যাপারে স্থানীয় হোতাপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক(এসআই) হারুনর রশিদ জানান, ঘটনাস্থল জয়দেবপুর থানার অধীন হওয়ায় থানা পুলিশ লাশটি উদ্ধার করবে।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক(এসআই)মনির হোসেন জানান, এই মাত্র ঘটনাস্থলে এলাম। লাশ উদ্ধার করে নিয়ে যাব।