ডেইলি স্টার সম্পাদকের বিরুদ্ধে সিলেটে দু’টি মানহানি মামলা

Slider জাতীয়

 

daily_sata_266664134

 

 

 

 

সিলেট: জরুরি অবস্থার সময় গোয়েন্দাদের দেওয়া তথ্য যাচাই-বাছাই না করে সংবাদ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানহানির অভিযোগে ইংরেজি দৈনিক ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে সিলেটে পৃথক দু’টি মামলা হয়েছে।

রোববার (১৪ ফেব্রুয়ারি) সকালে সিলেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান হিরোর আদালতে মামলা দু’টি দায়ের করেন মহানগর ছাত্রলীগের সভাপতি আবদুল বাসিত রুম্মান এবং সাবেক সভাপতি রাহাত তরফদার।

ডেইলি স্টার যাচাই না করে ওই ‘বিভ্রান্তিমূলক সংবাদ’ প্রকাশ করায় ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী শেখ হাসিনা ও সংগঠনের মানহানি হয়েছে অভিযোগ করে একশ’ কোটি টাকা ক্ষতিপূরণও চাওয়া হয়েছে মামলা দু’টিতে।

বাদী আবদুল বাসিত রুম্মানের আইনজীবী হুমায়ুন কবীর বাবুল জানান, আদালত মামলা আমলে নিয়ে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের ওপর সমন জারি করেছেন।

এর আগে গত ৬ ফেব্রুয়ারি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে মাহফুজ আনাম সংবাদ প্রকাশের ব্যাপারে তার ভুল স্বীকার করেন। এরপরই বিষয়টি নিয়ে দেশব্যাপী নানা আলোচনা-সমালোচনা শুরু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *