গ্রাম বাংলা ডেস্ক: কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের বড়বেড় কীর্ত্তনটারী গ্রামে ২ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ও যুবদলের ওয়ার্ড সভাপতি তারা মিয়া (৩৫) প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত পাঁচজন। পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে।
রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
ঢুষমারা নৌ-থানার ইনচার্জ এসআই ফরিদুল ইসলাম জানান, বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীতা এবং জমি-জমা নিয়ে তারা মিয়ার সাথে নুরুল ইসলামের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এরই জেরে রোববার সকালে ৬০ শতাংশ জমির পাট কাটা নিয়ে দু’পক্ষের মধ্যে বিবাদ হয়। খবর পেয়ে পুলিশ দুর্গম চরাঞ্চলের ওই গ্রামে গিয়ে তাদের মধ্যে মীমাংসা করে দেয়।
তিনি জানান, এরপর আর কোনো বিবাদ করবে না মর্মে দু’পক্ষ থেকে পুলিশকে আশ্বস্ত করা হলে পুলিশ রাত ১০টার দিকে সেখান থেকে চলে আসে। এরপর রাত সাড়ে ১২টার দিকে হামলার ঘটনা ঘটে।
এসআই ফরিদুল জানান, হামলায় গুরুতর আহত তারা মিয়াকে নৌকায় করে রাজীবপুর উপজেলা হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া হামলায় পাঁচজন আহত হন। তাদের উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই হামলায় জড়িত থাকার অভিযোগে সাবেক ইউপি সদস্য নুরুল ইসলামসহ তিনজনকে আটক করা হয়েছে বলে জানান তিনি। তিনি বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।