তেলের দাম ১২ ভাগ বেড়েছে

Slider সারাবিশ্ব

 

 

2016_02_13_08_50_28_gCvRNoAL4nPrcb6F2ZBjwQlODJMIZP_original

 

 

 

 

ঢাকা: বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম শুক্রবার প্রায় ১২ শতাংশ বেড়েছে। ওপেকভুক্ত দেশগুলো তেলের উৎপাদন কমিয়ে দেয়ার সিদ্ধান্তের পরই তেলের মূল্য হঠাৎ করে বেড়ে গেছে বলে বিবিসি জানিয়েছে। গত সপ্তাহেও তেলের দাম ছিল নিম্নমুখী।

ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে বিবিসি জানায়,  সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি মন্ত্রী বলেছেন যে, ওপেকের সদস্য দেশগুলেো তেলের উৎপাদন কমিয়ে আনতে প্রস্তত রয়েছে।

তেলের দাম পড়ে যাওয়া নিয়ে আলোচনার জন্য সম্প্রতি রাশিয়া ও সৌদি আরব সফর করেছেন ভেনেজুয়েলার তেলমন্ত্রী ইউলোগিও ডেল পিনো। তিনি বলেছেন, ‘আমরা (ওপেক দেশগুলোর সদস্য) তেল উৎপাদন কমানোর আলোচনায় সফল হতে চলেছিল। তেল উৎপাদনকারী দেশগুলো এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করবে বলেও আশা প্রকাশ করেছেন ভেনেজেুয়েলার তেল মন্ত্রী।

যদিও তেল ব্যবসায়ীরা বলছেন গত বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম যেভাবে পড়ে গিয়েছিল তারপর তেলের বাজার সামান্য ঘুরে যাবার ফলে অনেক বিনিয়োগকারীদের হয়তো দর কষাকষির ক্ষমতা বাড়বে।

গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের বাজারে তেলের দাম গত বারো বছরে সর্বনিম্ন অবস্থায় নেমে যায়। পরে তা একটু বাড়লেও দাম নীচের দিকেই থাকে। কমার্স ব্যাংকের বিশ্লেষকরা বলছেন, এখন যদি যুক্তরাষ্ট্র তাদের তেলের উৎপাদন কমায়, তাহলে তেলের দাম ব্যারেল প্রতি ৫০ ডলারে উঠে যেতে পারে।

আর তেলের দাম যেভাবে পড়েছিল তাতে এটি খুব তাড়াতাড়ি আবার বাড়বে বলে সবাই ধারণা করছিল। যদিও তেলের উৎপাদন কমানোর বিষয়ে রাশিয়ার মতো বড় দেশগুলো এখনো কোন ঘোষণা না দেয়ায়, ওয়াল স্ট্রিটের এই প্রতিবেদন নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *