আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি অংশ নিতে যাচ্ছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত লে. জেনারেল মাহবুবুর রহমান। রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে এক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। বাংলাদেশ সংস্কৃতি একাডেমির ১৪তম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনার আয়োজন করে সংগঠনটি। মাহবুবুর রহমান বলেন, বিএনপি নির্বাচনবিমুখ দল নয়। আমরা নির্বাচন করব, করতে চাই। তবে সেই নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হতে হবে। ভারতের নির্বাচন কাঠামোর প্রসঙ্গ টেনে তিনি বলেন, নির্বাচনের সময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি প্রধানমন্ত্রীর চেয়েও বেশি শক্তিশালী থাকেন। কিন্তু আমাদের দেশের নির্বাচন কমিশন শক্তিশালী নয়। উচ্চ আদালতে গৃহযুদ্ধ চলছে- এমন অভিযোগ করে মাহবুবুর রহমান বলেন, উচ্চ আদালত অঙ্গনে একে অপরের পেছনে কথা বলছে, সেখানে মহাভারতের কুরুক্ষেত্রের মঞ্চায়ন হচ্ছে। সাবেক প্রধান বিচারপতি মাহমুদুল আমিন বলেছেন, বিচার বিভাগ ধ্বংসের ধারপ্রান্তে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, এটা সাধারণভাবে দেখার কোন সুযোগ নেই। বিএনপির কাউন্সিল প্রসঙ্গে তিনি বলেন, আগামী ১৯শে মার্চ বিএনপির জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। তবে কাউন্সিলের জন্য ভেন্যু এখনও নির্ধারিত হয়নি। এই কাউন্সিলের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সৈনিকরাই কমিটিতে স্থান পাবে এবং বিএনপিতে নতুন নেতৃত্ব আসবে। আর তারাই দেশের গণতন্ত্র রক্ষার চ্যালেঞ্জ মোকাবেলা করবে। নতুন নেতৃত্ব গণতন্ত্র প্রতিষ্ঠা ও জঙ্গিবাদসহ সামনের চ্যালেঞ্জ মোকাবিলা করবে। এতে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি হুমায়ুন কবির বেপারী।