গ্রাম বাংলা ডেস্ক:আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, শেখ হাসিনা পাকা খেলোয়াড়। তিনি জানেন কখন কোন খেলা খেলতে হয়। কখন গোল দিতে হয়। অযথা আন্দোলনের হুমকি দিয়ে, ভয় দেখিয়ে কোনো লাভ হবে না।
রোববার বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ওলামা লীগ আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় তিনি একথা বলেন। বিএনপিকে উদ্দেশ্য করে নাসিম বলেন, আপনারা আমাদের কৌশলের কাছে হেরে গেছেন। আপনাদের টিম গোছান। শেখ হাসিনার নেতৃত্বে আমাদের টিম গোছানো আছে। ২০১৯ সালের নির্বাচনে খেলা হবে।
বিএনপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, আপনারা হুংকার দেওয়া বন্ধ করুন। জনগণের জানমাল রার্থে যা করা দরকার সরকার তা-ই করবে। নাসিম বলেন, খালেদা জিয়া নির্বাচনে অংশ নেননি। এটা তার ভুল। তিনি সব হারিয়েছেন। তার এই ভুলের খেসারত বাংলার জনগণ দেবে না। তাকেই খেসারত দিতে হবে।
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, মাছ যেমন পানি ছাড়া বাঁচতে পারে না। তেমনি কোনো রাজনৈতিক দলও নির্বাচন ছাড়া টিকতে পারে না। গত ৫ জানুয়ারির নির্বাচন না হলে বাংলাদেশ থাইল্যান্ডের মতো অবস্থা হত। নাসিম বলেন, মাঠ গরম করলে আওয়ামী লীগ ডাবল গরম হবে। নিয়মতান্ত্রিক আন্দোলন করলে আওয়ামী লীগ সহযোগিতা করবে। বেগম জিয়াকে উদ্দেশ্য করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, উস্কানি দেবেন না, চক্রান্ত করবেন না, মানুষকে জ্বালিয়ে দেয়ার ষড়যন্ত্র করবেন না।
ইলিয়াস হোসেন বিন হেলালীর সভাপতিত্বে আরো বক্তব্য দেন, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল হক সবুজ প্রমুখ।