বলিউড অভিনেত্রী সোনাক্ষি সিনহা এখন বেশ ব্যস্ত সময় পার করছেন একাধিক ছবির কাজ নিয়ে। বিশেষ করে জন আব্রাহামের সঙ্গে ‘ফোর্স-২’ ছবির শুটিং তিনি করছেন টানা এক মাস ধরে। অ্যাকশন-রোমান্টিকনির্ভর এ ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে বছর শেষে। এদিকে অপূর্ব লাখিয়া পরিচালিত নতুন একটি ছবিতেও তিনি অভিনয় করতে যাচ্ছেন। এ ছবিতে তাকে দেখা যাবে ভারতের ডন দাউদ ইব্রাহিমের বোনের ভূমিকায়। এছাড়াও চলতি বছর আরও দুটি নতুন ছবির কাজ করতে যাচ্ছেন এ অভিনেত্রী। সব মিলিয়ে বছরজুড়েই নতুন ছবির কাজ নিয়ে ব্যস্ত থাকতে হবে তাকে। এদিকে নতুন খবর হচ্ছে ‘ফোর্স-২’ ছবির শুটিং প্রায় শেষের দিকে। এখন প্রচারণার একটি গানে অংশ নিচ্ছেন সোনাক্ষি। আর এ গানে ব্যাপক খোলামেলারূপে দেখা যাবে এ অভিনেত্রীকে। এর আগে এতটা খোলামেলা হয়ে কখনও পারফর্ম করতে দেখা যায়নি তাকে। গানটিতে জন আব্রাহামের সঙ্গে কিছু ঘনিষ্ঠ দৃশ্যেও ক্যামেরাবন্দি হয়েছেন সোনাক্ষি। এমনকি গানটির একটি দৃশ্যে জনকে চুমো খেতেও দেখা যাবে সোনাক্ষিকে। আর এর মধ্য দিয়ে এ প্রথমবার চুম্বনের দৃশ্যে ক্যামেরাবন্দি হয়েছেন সোনাক্ষি। সব মিলিয়ে অনেক চমকে ভরপুর থাকছে ‘ফোর্স-২’ এর এ গানটি। এ প্রসঙ্গে সোনাক্ষি সিনহা বলেন, ‘ফোর্স-২’ ছবিটি নিয়ে আমি অনেক আশাবাদী। অ্যাকশন, রোমান্স, সাসপেন্স, আবেগÑ এ সবকিছুই রয়েছে ছবিটিতে। দর্শক একটি পরিপূর্ণ ছবি পাবেন। আর এখানে আমাকেও নতুন রূপে আবিষ্কার করতে পারবেন। এখন ছবির একটি গানের কাজ করছি জনের সঙ্গে। এ গানটিতে সবার জন্য অপেক্ষা করছে অনেক চমক। আাশা করছি ভালোলাগবে সবার।