পারভিন আক্তার/মোঃ জাকারিয়া
গ্রাম বাংলা নিউজ২৪.কম
গাজীপুর অফিস : একটি হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড ও অতিরিক্ত আরো এক বছরের কারাদন্ড এবং ৪০ হাজার টাকা জড়িমানা করে অপর আসামীকে খালাস দিয়েছে গাজীপুর আদালত।
রোববার বিকাল সাড়ে ৪টায় গাজীপুরের অতিরিক্ত দায়রা জজ মোঃ মনির কামাল ওই রায় ঘোষনা করেন।
দন্ডিত ব্যাক্তি হলেন কাপাসিয়া থানার বানারহাওলা গ্রামের যোগেশ চন্দ্র সরকারের ছেলে অখিল চন্দ্র সরকার। খালাস প্রাপ্ত আসামী একই গ্রামের মন মোহন সরকারের ছেলে অনিল চন্দ্র সরকার।
আদালত রায়ে আসামী অখিল চন্দ্রকে ৩০২ ধারায় যাবজ্জীবন স্বশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জড়িমানা এবং ৩২৩ ধারায় এক বছরের স্বশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জড়িমানা করেন। অপরাধ প্রমানিত না হওয়ায় অপর আসামী অনিল চন্দ্র সরকারকে বেকসুর খালাস দেয়া হয়।
মামলার বিবরণে জানা যায়, ১৯৯৬ সালের ১২ জুলাই সকাল সাড়ে ৬টার দিকে বানারহাওলা গ্রামের গিয়াস উদ্দিন নামে এক ব্যাক্তি ধারালো অস্ত্রের আঘাতে খুন হন। খনীরা গিয়াস উদ্দিনের ছেলে ফয়েজ আহমেদকে হত্যা করতে পুুকরে ফেলে দেয়। ছেলেকে বাঁচাতে বাবা এগিয়ে এলে ধারালো অস্ত্রের আঘাতে বাবা গিয়াস উদ্দিন খুন হন ও ছেলে বেঁচে যায়।
ই ঘটনায় নিহতের আরেক ছেলে মাহফজুল হক বাদী হয়ে কাপাসিয়া থানায় উল্লিখিত ২জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ দিন মামলা বিচারধীন থাকার পর রোববার রায় হয়। রায়ের সময় আসামীদ্বয় আদালতের এজলাসে উপস্থিত ছিলেন।
বাদী পক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি মোঃ মাহবুব আলম-১ ও আসামী পক্ষে ছিলেন মোঃ হুমায়ূন কবির।