নেপালের সাবেক প্রধানমন্ত্রী সুশীল কৈরালা আর নেই

Slider সারাবিশ্ব
nepal-final_191996
নেপালের সাবেক প্রধানমন্ত্রী সুশীল কৈরালা আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।
 
মঙ্গলবার ভোরে  দেশটির রাজধানী কাঠমান্ডুর মহারাজগঞ্জে নিজের বাড়িতে তার মৃত্যু হয়। খবর কাঠমুণ্ডু পোস্টের
তার একান্ত সচিব অতুল কৈরালার বরাত দিয়ে কাঠমান্ডু পোস্টের ওই প্রতিবেদনে বলা হয়, সাবেক এই প্রধানমন্ত্রী নিউমোনিয়ায় ভুগছিলেন। ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হওয়ায় এর আগে যুক্তরাষ্ট্রে তার সফল অস্ত্রোপচারও হয়েছিল। কিন্ত এর পর থেকে তাকে ফুসফুসের বিভিন্ন জটিলতায় ভুগতে হচ্ছিল।
নেপালের সবচেয়ে বড় রাজনৈতিক দল নেপালি কংগ্রেসের সভাপতি সুশীল কৈরালা দেশটির দীর্ঘ রাজনৈতিক সঙ্কটের এক পর্যায়ে ২০১৪ সালের ১০ ফেব্রুয়ারি গৃহযুদ্ধে বিধ্বস্ত নেপালের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন।
গত বছর সেপ্টেম্বরে নেপালের নতুন সংবিধান প্রণয়নে মধ্যপন্থী এই কংগ্রেস নেতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
অকৃতদার এই রাজনীবিদ তার সাধারণ জীবন যাপনের জন্য সুপরিচিত ছিলেন।
নেপালের রাজনীতিতে প্রভাবশালী কৈরালা পরিবারে ১৯৩৯ সালের ১২ অগাস্ট সুশীলের জন্ম। তার চাচাতো ভাইদের মধ্যে মাতৃকা প্রসাদ কৈরালা, গিরিজা প্রসাদ কৈরালা ও বিশ্বেশ্বর প্রসাদ কৈরালাও দেশের প্রধানমন্ত্রী ছিলেন। ১৯৭৩ সালে বিমান ছিনতাইয়ের এক ঘটনায় তিন বছর কারাগারেও থাকতে হয়েছিল তাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *