দক্ষিণ এশিয়ান গেমসে (এসএ গেমস) বাংলাদেশকে তৃতীয় স্বর্ণ এনে দিলেন মাহফুজা খাতুন শিলা। এতে ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোক সাঁতারে তিনি ভেঙে দিলেন সাফ রেকর্ড। সোমবার মেয়েদের ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোক সাঁতারে মাহফুজা খাতুন শিলা সময় করেন ৩৪.৮৮ সেকেন্ড। এ ইভেন্টে সাফ রেকর্ড ছিল ৩৪.৯৭ সেকেন্ড। আগের দিন ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোক সাঁতারে স্বর্ণপদক জেতেন মাহফুজা খাতুন শিলা। একই দিন বাংলাদেশকে আসরে প্রথম স্বর্ণ এনে দেন ভারোত্তলন তারকা মাবিয়া আক্তার সীমান্ত।