আজ সোমবার সকালে রাজধানীর ইমানুয়েলস কনভেনশন সেন্টারে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ও সাংগঠনিক বিষয় নিয়ে এক যৌথ সভায় তিনি এ মন্তব্য করেন। এরশাদ বলেন, আমি অতীতেও মুক্ত মানুষ ছিলাম না, এখনো নই।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও পার্লামেন্টে বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদকে ইঙ্গিত করে এরশাদ বলেন, যারা আমার স্থানে আসতে চান, তাদের উদ্দেশ্যে বলছি, তাদেরও বয়স হয়েছে। নতুন প্রজন্মের হাতে ক্ষমতা ছেড়ে দিন। উপলব্ধি করতে হবে- জাতীয় পার্টির সম্ভাবনার দরজা খুলেছে। সেই দরজা দিয়ে প্রবেশ করতে হবে।
জি এম কাদেরকে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান নির্বাচিত করা প্রসঙ্গে এরশাদ বলেন, আমার ছোট ভাই জি এম কাদেরকে যোগ্য উত্তরসূরি হিসেবে নির্বাচন করেছি। আমি বেশি দিন নেই। আমার বিশ্বাস, আমার অবর্তমানে সে-ই পার্টির হাল ধারতে পারবে।
সভায় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব রুহুল আমীন হাওলাদারসহ জেলা ও উপজেলা পর্যায়ে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।