ঢাকা : রাজধানীর কেরানীগঞ্জে অপহৃত শিশু আব্দুল্লাহকে অপহরণের পর হত্যা ও এসিড দিয়ে ঝলসে দেয়ার ‘মূল পরিকল্পনাকারী’ মোতাহার হোসেন র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।
সোমবার ভোর ৩টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক মেজর মাকসুদুল আলম।
এর আগে ২ ফেব্রুয়ারি শিশু আব্দুল্লাহর লাশ উদ্ধার করে পুলিশ। গত ৩০ জানুয়ারি দুপুর থেকে নিখোঁজ ছিলো শিশু আব্দুল্লাহ।
পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে ক্রিকেট খেলার জন্য ঘর থেকে বেরিয়ে যা আব্দুল্লাহ। পরে বিকেল সাড়ে ৪টায় তার মা, এক চাচা এবং বাসার নিকটস্থ এক ফার্মেসির দোকানির কাছে (০১৮৭-৯৩৬১৭৯৫) নম্বর থেকে এসএমএস আসে। ওই দিন সন্ধ্যার মধ্যে বিকাশ করে সাড়ে ৫ লাখ টাকা মুক্তিপণ দেয়া হলে আব্দুল্লাহকে ছেড়ে দেয়া হবে বলে জানানো হয় মোবাইল বার্তায়। অন্যথায় শিশুটিকে হত্যা করা হবে বলেও হুমকি দেয়া হয়।
মোতাহার হোসেনের নিহতের ঘটনা পরে প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে বলে জানানো হয়েছে।