গণমাধ্যমে বক্তব্য না দিয়ে সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী রায়ের ফাইল ফেরত দিবেন বলে আশা প্রকাশ করেছেন প্রধান বিচারপতি এস কে সিনহা। রোববার সুপ্রিম কোর্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়। এতে বলা হয়, প্রধান বিচারপতি আশা করেন যে সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মিডিয়াতে মামলার রায় ও আদেশ সংক্রান্ত কোনোরূপ বক্তব্য না দিয়ে তার নিকট যতগুলো অনিষ্পত্তিকৃত রায়ের মামলার ফাইল রয়েছে, তা সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল অফিসে অতি সত্বর ফেরত প্রদান করবেন, যাতে বিচারপ্রার্থীদের আর ভোগান্তি না হয়।
সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর প্রেস কনফারেন্স প্রধান বিচারপতির নজরে আসার পর এই সংবাদ বিজ্ঞপ্তি দেয়া হয়। এতে আরও বলা হয়, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এ ধরনের প্রেস কনফারেন্স নজিরবিহীন। মাননীয় প্রধান বিচারপতি আশা করেন, বর্তমান ও ভবিষ্যতে মাননীয় বিচারপতিরা কোর্টের পবিত্রতা ও মর্যাদা বজায় রাখার স্বার্থে এ রূপ কার্য থেকে বিরত থাকবেন।